হবু ননাসকে’ জন্মদিনের শুভেচ্ছা বলিউড অভিনেত্রী আলিয়ার

আপডেট: November 9, 2020 |
print news

বলিউড অভিনেত্রী আলিয়া ভাট দীর্ঘ দিন ধরে রণবীর কাপুরের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন । খুব শিগগির তারা বিয়ের পিঁড়িতেও বসবেন বলে গুঞ্জন চাউর হয়েছে।

রণবীর কাপুরের পরিবারের সদস্যদের সঙ্গে মাঝে মধ্যে দেখা যায় আলিয়াকে। পাশাপাশি আলিয়া নিজেও সামাজিক যোগাযোগমাধ্যমে রণবীরের পরিবারের সদস্যদের সঙ্গে তোলা ছবি পোস্ট করে থাকেন। এবার আলিয়া ভাট তার ‘হবু ননাসকে’ জন্মদিনের শুভেচ্ছা জানালেন।

রণবীরের কাপুরের ফুফাতো বোন নিতাশা নন্দার জন্মদিন ৯ নভেম্বর। নিতাশার একটি ছবি পোস্ট করে আলিয়া লিখেছেন—শুভ জন্মদিন আমার প্রিয় তাশু। আপনি খুব ভালো মনের অধিকারী। আপনার দিনটি শুভ হোক। আপনি বিশ্বের সমস্ত আনন্দের অধিকারী হোন। আপনাকে ভালোবাসি।

নিতাশা নন্দার মায়ের নাম ঋতু কাপুর। ঋতু কাপুর রাজ কাপুরের কন্যা। সম্প্রতি জানা যায়, ক্যানসারে আক্রান্ত হয়েছেন ৫১ বছর বয়েসি নিতাশা নন্দা।

মহামারি করোনার কারণে গত মার্চে ভারতে লকডাউন শুরু হয়। এরপর দেশটিতে সকল প্রকার শুটিং বন্ধ হয়ে যায়। কিছুদিন আগে পুনরায় স্বাস্থ্যবিধি মেনে শুটিং শুরু হয়েছে। সঞ্জয় লীলা বানসালির ‘গাঙ্গুবাঈ কাঠিয়াওয়ারি’ সিনেমার মাধ্যমে শুটিংয়ে ফিরেছেন আলিয়া ভাট।

এদিকে সঞ্জয় লীলা বানসালির ‘গাঙ্গুবাঈ কাঠিয়াওয়ারি’র শুটিং শেষে এস এস রাজামৌলির ‘ট্রিপল আর’ সিনেমার শুটিং শুরু করবেন আলিয়া। বর্তমানে হায়দরাবাদে সিনেমাটির শুটিং চলছে। সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন জুনিয়র এনটিআর ও রাম চরণ। এছাড়া গুরুত্বপূর্ণ একটি চরিত্রে আছেন অজয় দেবগন।

 

বৈশাখী নিউজ/ ফাজা

Share Now

এই বিভাগের আরও খবর