সিরিয়ার তেল খাতের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

আপডেট: November 11, 2020 |
print news

সিরিয়ার তেল খাতের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। সিরিয়ার বেশ কয়েকজন সংসদ সদস্য এবং গোয়েন্দা কর্মকর্তাকেও নতুন নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে। এসব ব্যক্তি সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে সমর্থন দিচ্ছেন। যুক্তরাষ্ট্রের দৃষ্টিতে এটাই তাদের অপরাধ।

মার্কিন অর্থ মন্ত্রণালয় সোমবার এক বিবৃতিতে জানিয়েছে যে, সিরিয়ার সামরিক কর্মকর্তাসহ বেশ কয়েকজন সংসদ সদস্য এবং সরকারি প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। একই সঙ্গে সিরিয়া ও লেবাননের আরো কিছু নাগরিকের উপরও নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র।

বৈশাখী নিউজ/ জেপা

Share Now

এই বিভাগের আরও খবর