লন্ডনে ফ্লাইট বন্ধের সিদ্ধান্ত আমেরিকান এয়ারলাইন্সের

আপডেট: November 16, 2020 |
print news

লন্ডনে ফ্লাইট বন্ধের সিদ্ধান্ত নিয়েছে আমেরিকান এয়ারলাইন্স। করোনা মহামারির কারণে আগামী মাস থেকে যুক্তরাষ্ট্রের প্রধান কয়েকটি এয়ারপোর্ট থেকে লন্ডনগামী ফ্লাইট বন্ধ করে দিবে সংস্থাটি। রবিবার (১৫ নভেম্বর) এই ঘোষণা দিয়েছে এই মার্কিন বিমান পরিবহন সংস্থা। তবে, এসময়ে শিকাগো ও নিউইয়র্ক থেকে লন্ডনে কার্গো বিমান চলাচল অব্যহত রাখা হবে বলে জানানো হয়েছে।

যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য, এই দুই দেশেই আবার করোনার সংক্রমণ বাড়ছে। আর এতে করে ভাইরাসটির সংক্রমণ রোধে নতুন করে কঠোরতা আরোপ করা হচ্ছে। একারণেই বিমানের যাত্রী কমে যাচ্ছে বলে বলা হচ্ছে।

সংস্থাটি জানিয়েছে, আগামী মাস (ডিসেম্বর) থেকে যুক্তরাষ্ট্রের শার্লট, নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর ও শিকাগোর ও’হারে বিমানবন্দর থেকে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে কোন ফ্লাইট চালাবে না আমেরিকান এয়ারলাইন্স। তবে, শিকাগো ও নিউইয়র্কের বিমানযাত্রীরা আমেরিকান এয়ারলাইন্সের ট্রান্স-আটলান্টিক পার্টনার বৃটিশ এয়ারওয়েজের টিকিট কাটতে পারবেন।

বৈশাখী নিউজ/ জেপা

Share Now

এই বিভাগের আরও খবর