বাংলাদেশ নেপালের দ্বিতীয় ম্যাচ গোলশূন্য ড্রয়ে সমাপ্তি

আপডেট: November 17, 2020 |
print news

মুজিববর্ষ ফিফা আন্তর্জাতিক ফুটবল সিরিজ গোলশূন্য ড্রয়ে শেষ করলো বাংলাদেশ। নেপালের বিপক্ষে মঙ্গলবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে তারা গোলের দেখা পায়নি। গত শুক্রবার বাংলাদেশ ২-০ গোলে হারিয়েছিল দক্ষিণ এশীয় প্রতিপক্ষকে।

প্রথম ৪৫ মিনিটে দুই দলের কেউই জালের দেখা পায়নি। তবে বাংলাদেশ সুযোগ তৈরি করেছিল কয়েকটি। ২৩ মিনিটে বক্সের বাইরে থেকে সুমন রেজার বাঁ পায়ের চমৎকার শট অল্পের জন্য লক্ষ্যভেদ করেনি। ক্রসবারের কয়েক ইঞ্চি উপর দিয়ে মাঠের বাইরে চলে যায় বল।

 

আধঘণ্টা পার হতে দ্বিতীয় সুযোগ তৈরি করেছিল স্বাগতিকরা। ৩১ মিনিটে নাবীব নেওয়াজ জীবনের ডানপ্রান্ত থেকে বাড়ানো ক্রসে সুমনের দুর্বল ভলি সহজেই ঠেকান নেপালের গোলকিপার কিরণ চেমজং। বিরতির তিন মিনিট আগে বক্সের বাইরে থেকে রহমত মিয়ার ডান পায়ের দূরপাল্লার শট রুখে দেন অতিথি গোলকিপার।

দ্বিতীয়ার্ধে কোনও দল সেভাবে সুযোগ তৈরি করতে পারেনি। গোলমুখের সামনে কোনও ধরনের বিপদ তৈরি করতে পারেনি। তবে শেষ দিকে নেপালির খেলোয়াড়ের একটি হেড পোস্টে লেগে ফিরে গেলে বড় বাঁচা বেঁচে যায় স্বাগতিকরা।

বাংলাদেশ একাদশ: বিশ্বনাথ ঘোষ, মো. রহমত মিয়া, তপু বর্মণ, জামাল ভূঁইয়া, মো. নাবীব নেওয়াজ, ইয়াসিন খান, সুমন রেজা, মো. ইব্রাহীম, মানিক মোল্লা, সাদ উদ্দিন, আনিসুর রহমান।

Share Now

এই বিভাগের আরও খবর