বাংলাদেশের সাথে শক্তিশালী কাতারের ফুটবল লড়াই আজ

আপডেট: December 4, 2020 |
print news

কাতারের র‍্যাংকিং ৫৯, আর বাংলাদেশের ১৮৪! কাতারের র‍্যাংকিংকে তিন দিয়ে গুণ করলেও ১৮৪ হয় না। এখানেই বোঝা যায় আজ বাংলাদেশের প্রতিপক্ষ কতটা শক্তিশালী। কিন্তু র‍্যাংকিংকে নিছক একটা সংখ্যা হিসেবে বিবেচনা করলে এটা কিছুই না। খেলা হবে মাঠে। মাঠের লড়াইয়ে যারা এগিয়ে থাকবে তারাই হাসবেন শেষ হাসি। সেখানে কথা বলেব না র‍্যাংকিং।

জীবন-সুফিলদের দুর্দান্ত পারফর্ম্যান্সে করোনাভাইরাসের পর ফিরেছিল দেশের ফুটবল। আজ শুক্রবার দোহায় আব্দুল্লাহ বিন খলিফা স্টেডিয়ামে শক্তিশালী কাতারের বিপক্ষে লড়তে নামবেন জামাল ভুঁইয়ারা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১০টায়। দেখা যাবে সরাসরি টি-স্পোর্টসে।

কাতার যতোই শক্তিশালী হোক না কেনো পিছু হটবে না বাংলাদেশ। এই মন্ত্র নিয়েই কাতারকে রুখে দিতে চায় বাংলাদেশ। এভাবেই বলছেন করোনা জয় করে তড়িগড়ি করে কাতারের বিমানে ওঠা বাংলাদেশ দলের প্রধান কোচ জেমি ডে। আত্মবিশ্বাসের তুঙ্গে থাকা জেমি বলেন, ‘আমরা এখানে ড্রয়ের জন্য আসিনি, আমরা এখানে জয়ের জন্য এসেছি। কাতার যতই শক্তিশালী হোক না কেন, বাংলাদেশ ফুটবল দল পিছু হটবে না।’ আজ তাকে বিচরণ করতে দেখা যাবে দেখা বাংলাদেশের ডাগআউটেও।

১৯৭৯ থেকে ২০১৯ পর্যন্ত বাংলাদেশ-কাতার খেলেছে পাঁচটি ম্যাচ। একটিতেও জিততে পারেনি লাল সবুজের প্রতিনিধিরা। তবে ১৯৭৯ সালের জানুয়ারিতে এশিয়ান কাপের বাছাইয়ে ড্র করে বাংলাদেশ। সাফল্য এই একটিতেই। ঢাকায় বিশ্বকাপ বাছাইয়ের প্রথম লেগে জামালরা হেরেছেন ২-০ গোলে। এবার দোহায় জেমির শিষ্যদের প্রতিশোধ নেওয়ার পালা।

বাংলাদেশ অধিনায়ক জামাল বলছেন সবাই মিলে খেললে ভালো কিছু হবে। ‘সবাই এক সঙ্গে কাজ করবে। সবাই এক সাথে ডিফেন্ডিং থাকবে। সুতরাং আমি মনে করি, আমরা একটা টিম যারা শুধুই ডিফেন্ডার, মিডফিল্ডার কিংবা স্ট্রাইকার না; আমরা সবাই এক সঙ্গে কাজ করবো। আশা করছি ভালো কিছু হবে।’-এভাবেই বলছিলেন জামাল।

বৈশাখী নিউজ/ ফাজা

Share Now

এই বিভাগের আরও খবর