আগামী বছরের শুরুতে ডিসি সম্মেলন হচ্ছেনা

আপডেট: December 23, 2020 |
print news

আগামী বছরের শুরুতে , চলতি বছরের ডেপুটি কমিশনার (ডিসি) সম্মেলন করার কথা থাকলেও তা স্থগিত করা হয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব (জেলা ও মাঠ প্রশাসন অনুবিভাগ) শেখ রফিকুল ইসলাম বুধবার এ তথ্য জানান।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে করোনার কারণে ডিসি সম্মেলন স্থগিত করা হয়েছে। সব ডিসিকে চিঠি দিয়ে বিষয়টি জানানো হচ্ছে।

আগামী ৫-৭ জানুয়ারি ঢাকায় ডিসি সম্মেলন হওয়ার কথা ছিল। অন্যবার সচিবালয়ের মন্ত্রিসভা কক্ষে এ সম্মেলনের কার্য-অধিবেশনগুলো হলেও কোভিড ১৯-এর কারণে ওসমানী স্মৃতি মিলনায়তনে সেসব অধিবেশন করার পরিকল্পনা নেয়া হয়েছিল।

প্রতি বছর ডিসি সম্মেলনের মধ্য দিয়ে দেশের ৬৪ জেলার ডিসিদের সঙ্গে সরাসরি মতবিনিময় করে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীসহ সরকারের নীতিনির্ধারকরা।

সাধারণত জুলাই মাসে ঢাকায় ডিসি সম্মেলন হয়। গত বছর ১৪ থেকে ১৮ জুলাই এ সম্মেলন হলেও এবার করোনাভাইরাস মহামারীর কারণে তা পিছিয়ে যায়। কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় আবারও স্থগিত হল ডিসি সম্মেলন।

বৈশাখী নিউজফাজা

Share Now

এই বিভাগের আরও খবর