উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুন

আপডেট: March 22, 2021 |

কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

আগুনে রোহিঙ্গাদের অসংখ্য ঝুপড়ি ঘর আগুনে পুড়ে যাওয়ার আশংকা করা হচ্ছে।

আজ সোমবার (২২ মার্চ) বিকেল সাড়ে ৩টার দিকে রোহিঙ্গা ক্যাম্প ৮ এর, ইডব্লিউতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে কাজ করছে ১৪ এপিবিএন ও ফায়ার সার্ভিসের সদস্যরা এবং স্থানীয়রা।

১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অতিরিক্ত পুলিশ সুপার মো. সোহেল রানা বলেন, ঘটনাস্থল ১৪ এপিবিএন এর আওতাভুক্ত। সেখানে ১৪ এপিবিএন ও ফায়ার সার্ভিসের সদস্যরা এবং স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। ক্ষয়ক্ষতি থেকে বাঁচতে আশপাশের রোহিঙ্গারা মালামালসহ নিরাপদ দূরত্বে সরে যাচ্ছে। ফায়ার সার্ভিসের সঙ্গে আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন স্থানীয়রাও।

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর