টিকা নেওয়ার পরও করোনাভাইরাসে আক্রান্ত যোগী আদিত্যনাথ

আপডেট: April 14, 2021 |
print news

টিকা নেওয়ার পরও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। শুধু তিনিই নন, তার কার্যালয়ের আরো বেশ কয়েকজন প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে।

বুধবার এক টুইটে তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানিয়েছেন, তার শারীরিক পরিস্থিতি স্থিতিশীল রয়েছে। করোনা রিপোর্ট পজিটিভ আসার পর থেকে বাড়িতে আইসোলেশনে থেকেই প্রশাসনিক কাজ চালিয়ে যাচ্ছেন। ঘরবন্দি অবস্থায় ভার্চুয়ালি যাবতীয় কাজকর্ম করছেন উত্তরপ্রদেশ রাজ্যের এই মুখ্যমন্ত্রী ।

ভারতের সংবাদমাধ্যম জি-নিউজ জানিয়েছে, গত ৫ এপ্রিল লখনউয়ে করোনাভাইরাস টিকার প্রথম ডোজ নিয়েছিলেন যোগী আদিত্যনাথ। সেদিন ভারত বায়োটেকের তৈরি কোভ্যাক্সিন টিকা দেওয়া হয় তাকে।

বৈশাখী নিউজএপি

Share Now

এই বিভাগের আরও খবর