‘কপিলা’ করোনায় আক্রান্ত

আপডেট: April 16, 2021 |
print news

ক্যারিয়ারে অসংখ্য জনপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন ওপার বাংলার অভিনেত্রী রূপা গাঙ্গুলি। গৌতম ঘোষ পরিচালিত ‘পদ্মা নদীর মাঝি’ সিনেমায় ‘কপিলা’ চরিত্রে অভিনয় করে দুই বাংলায় বেশ প্রশংসা পেয়েছেন তিনি।

এবার করোনায় আক্রান্ত হয়েছেন সেই কপিলা অর্থাৎ রুপা গাঙ্গুলি। নিজের ফেসবুকে স্ট্যাটাসে বিষয়টি জানিয়েছেন তিনি নিজেই। বৃহস্পতিবার (১৫ এপ্রিল) ফেসবুক প্রোফাইলে লেখেন, ‘অবশেষে আমিও করোনায় আক্রান্ত, দুঃখিত বন্ধুরা।’

অভিনয়ের পাশাপাশি রাজনীতিতেও সরব রূপা। বিধানসভা নির্বাচন নিয়ে ব্যস্ত সময় পার করছিলেন বিজেপি নেত্রী রূপা গাঙ্গুলি। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ভোট প্রচারে পশ্চিমবঙ্গে এসেছিলেন।

তার সঙ্গে প্রচারে অংশ নিয়েছেন রূপা। তারপরই খবর আসে যোগী করোনায় আক্রান্ত। ধারণা করা হচ্ছে, ভোট প্রচারে গিয়েই করোনায় আক্রান্ত হয়েছে এ অভিনেত্রী।

Share Now

এই বিভাগের আরও খবর