কলম্বিয়ায় সেনাবাহিনীর সাথে সংঘর্ষে ১৪ বিদ্রোহী নিহত

আপডেট: April 18, 2021 |
print news

কলম্বিয়ার সেনাবাহিনীর সাথে সংঘর্ষে ১৪ জন বিদ্রোহী নিহত হয়েছেন ও এক সেনা সদস্য নিহত হয়েছেন। দেশটির সেনাবাহিনী সূত্র শনিবার এ তথ্য জানিয়েছে।

সামরিক বাহিনীর দুটি সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, কার্লোস প্যাটিনো ফ্রন্টের ১৪ সদস্য ওই সংঘর্ষে নিহত হয়। ২০১৬ সালের সরকারের সাথে শান্তিচুক্তির মাধ্যমে মূলস্রোতে ফিরে বিপ্লবী সশস্ত্র বাহিনী (ফার্ক)। তবে এ বাহিনীর অনেকে ওই চুক্তি মানেনি। তারাই প্রতিষ্ঠিত করেছে কার্লোস প্যাটিনো ফ্রন্ট।

সংঘর্ষের পর বিদ্রোহীরা তাদের যোদ্ধাদের মৃতদেহ সরিয়ে নিয়ে যায়। দেশটির সেনাবাহিনী প্রধান জেনারেল এদোয়ার্দো এনরিক জাপাতিরো টুইটারে ১০ জন বিদ্রোহীর মৃত্যুর কথা উল্লেখ করেছেন। একজন বিদ্রোহী কলম্বিয়ার সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণ করেছে বলেও জানানো হয়েছে।
কলম্বিয়া সরকার এবং সশস্ত্র বাহিনীর ধারনা, সারা দেশে প্রায় ২,৫০০ ফার্ক বিদ্রোহী রয়েছে।

কলম্বিয়া সরকারের সঙ্গে ফার্কের দীর্ঘ সংঘাতে প্রাণ হারিয়েছে ২ লাখ ৬০ হাজার এবং লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। শান্তি চুক্তির পর সংঘাতের পথ পরিহার করে মূলধারা মিশে ফার্কের সদস্যরা।

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর