ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প

আপডেট: April 20, 2021 |

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে ইন্দোনেশিয়া। রিখটার স্কেলে এর মাত্রা ছিলো ৬। ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূমিকম্প কেন্দ্র (ইএমএসসি) এ তথ্য নিশ্চিত করেছে। মঙ্গলবার (২০ এপ্রিল) স্থানীয় সময় সকালে ইন্দোনেশিয়ার উত্তরাঞ্চলীয় নিয়াস দ্বীপে আঘাত হানে এই ভূমিকম্প।

সংস্থাটি প্রথমে, ভূমিকম্পের মাত্রা ৫ দশমিক ৯ এবং এর উৎপত্তিস্থল সমুদ্রপৃষ্ঠ থেকে ২ কিলোমিটার গভীরে বলে জানিয়েছিল। পরে সেই তথ্য সংশোধন করে তারা জানায়, কম্পনের মাত্রা ছিলো ৬ এবং এর উৎপত্তিস্থলের গভীরতা অন্তত ১০ কিলোমিটার।

ইএমএসসির তথ্যমতে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল উত্তর সুমাত্রার পাডাংসিদেম্পুয়ান শহর থেকে ৩২৫ কিলোমিটার দক্ষিণপশ্চিমে। প্রাথমিকভাবে এতে কোনও ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। এর কারণে সুনামি সতর্কতাও জারি করা হয়নি।

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর