বেইজিং অলিম্পিক নিয়ে ক্রীড়াবিদরা শঙ্কিত

আপডেট: April 22, 2021 |
print news

বেইজিং ২০২২ শীতকালীন অলিম্পিক সম্পর্কে ক্রীড়াবিদরা শঙ্কিত এবং আয়োজকদের এ বিষয়ে স্বচ্ছ হওয়া দরকার বলে জানিয়েছে সেন্টার ফর স্পোর্ট অ্যান্ড হিউম্যান রাইটস।

সংস্থাটির প্রধান নির্বাহী মেরি হার্ভে বলেন, খেলাধুলার জগৎ মানবাধিকার সম্পর্কে আগের চেয়ে অনেক বেশি সচেতন এবং ক্রীড়াবিদ ও ভক্তরা এখন অনেক প্রশ্ন করছে।

চীনে আগামী অলিম্পিক গেমস অনুষ্ঠান নিয়ে তিনি স্বাচ্ছন্দ্য বোধ করেন কিনা জানতে চাইলে হার্ভে বলেন, আমি মনে করি, এই মুহূর্তে তথ্যের অনুপস্থিতিতে এটা বলা কঠিন। আমি পরিস্থিতির তথ্য ও স্বচ্ছতা সম্পর্কে চাই।

উল্লেখ্য, চীনের উইঘুর মুসলমানদের মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে শীতকালীন অলিম্পিক চীন থেকে সরিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছে মানবাধিকার সংস্থাগুলো। তবে চীন বরাবরই মানবাধিকার লঙ্ঘনের কথা অস্বীকার করে আসছে।

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর