করোনার টিকা নিয়েছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস

আপডেট: April 22, 2021 |
print news

করোনাভাইরাসের টিকা নিলেন ঢালিউড কুইন খ্যাত চিত্রনায়িকা অপু বিশ্বাস। বৃহস্পতিবার (২২ এপ্রিল) দুপুরে টিকার প্রথম ডোজ গ্রহণ করেন তিনি।

অপু বিশ্বাস  বলেন, ‘আজ করোনার টিকার প্রথম ডোজ নিলাম। আমি মনে করি টিকা নেয়ার পাশাপাশি সবার স্বাস্থ্য সচেতন হওয়া উচিত।’

করোনার কারণে এখন ঘরবন্দি সময় পার করছেন অপু। পরিস্থিতি স্বাভাবিক হলে সিনেমার কাজ শুরু করবেন। তার হাতে কয়েকটি সিনেমার কাজ রয়েছে।

অপু বিশ্বাস অভিনীত সর্বশেষ ‘প্রিয় কমলা’ সিনেমাটি গতমাসে মুক্তি পায়। ‘ছায়াবৃক্ষ’ সিনেমার অধিকাংশ শুটিং শেষ। এদিকে অনেক আগে শেষ করেছেন ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’ সিনেমার কাজ। দেবাশীষ বিশ্বাস পরিচালিত এ সিনেমায় অপু বিশ্বাসের বিপরীতে অভিনয় করেছেন বাপ্পি চৌধুরী।

তাছাড়া কলকাতার জনপ্রিয় সংগীতশিল্পী নচিকেতা চক্রবর্তীর লেখা ‘শর্টকাট’ সিনেমায় অভিনয় করেছেন অপু বিশ্বাস। সুবীর মণ্ডল পরিচালিত এ সিনেমায় অপুর বিপরীতে অভিনয় করেছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা পরমব্রত চ্যাটার্জি। সিনেমাটি এখন মুক্তির দিন গুনছে

বৈশাখীনিউজফাজা

Share Now

এই বিভাগের আরও খবর