পরদেশী শিরোনামে এবারের ঈদে সালমার নতুন গান

আপডেট: April 22, 2021 |
print news

করোনার কারণে স্টেজ শো আপাতত বন্ধ। তবে স্টুডিও রেকর্ডিং নিয়ে ভালোই ব্যস্ত সময় পার করছেন ক্লোজআপ ওয়ান তারকা সালমা। প্রস্তুত হচ্ছেন ঈদের উপহার নিয়ে। এরমধ্যে তিনি কণ্ঠ দিয়েছেন ‘পরদেশী’ শিরোনামের একটি বিশেষ গানে। সবুজ অরণ্যর কথায় এর সুর-সঙ্গীতায়োজন করেছেন রেজওয়ান শেখ। গানটি ধরে তৈরি হলো একটি ভিডিও।

আসন্ন ঈদকে সামনে রেখে বিশেষ এই গানচিত্রটি প্রকাশ হবে সিডি প্লাসের ব্যানারে, প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলসহ বেশক’টি অডিও-ভিডিও শেয়ারিং মাধ্যমে।

‘পরদেশী’ প্রসঙ্গে সালমা বলেন, এবার শো নিয়ে ব্যস্ততা নেই। তাই হাতে থাকা সময়টা কাজে লাগাচ্ছি। প্রচুর গান রেকর্ড করছি। এরমধ্যে ২৫টার মতো গান রেকর্ড হয়ে আছে বিভিন্ন প্রতিষ্ঠানের। ‘পরদেশী’ গানটি অন্যতম। গানটির কথা-সুর খুবই মনে লাগার মতো।

সিডি প্লাস সূত্র জানায়, ‘পরদেশী’ গানচিত্রটি অন্তর্জালে উন্মুক্ত করা হবে রমজানের শেষ সপ্তাহে।

বৈশাখীনিউজফাজা

Share Now

এই বিভাগের আরও খবর