অক্সিজেন-সংকট: দিল্লিতে ২৫ রোগীর মৃত্যু

আপডেট: April 24, 2021 |
print news

ভারতের রাজধানী দিল্লির এক হাসপাতালে অক্সিজেন সংকটের কারণে গত রাতে ২৫ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। দিল্লির জয়পুর গোল্ডেন হাসপাতালের এক কর্মকর্তা শনিবার এ তথ্য জানিয়েছেন। খবর এনডিটিভির।

জয়পুর গোল্ডেন হাসপাতালের পরিচালক ডা. ডিকে বালুজা বলেন, আমরা সরকারের কাছ থেকে ৩.৫ টন অক্সিজেন বরাদ্দ পেয়েছি। বিকেল ৫টার মধ্যে আমাদের কাছে এই সরবরাহ আসার কথা, কিন্তু তা পৌঁছায় মধ্যরাতে। কিন্তু ততক্ষণে ২৫ রোগী মারা গেছে।’

তিনি জানান, হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে ২১৫ জনের অবস্থা গুরুতর আর তাদের প্রচুর অক্সিজেন প্রয়োজন।

সাহায্যের জন্য দিল্লি হাইকোর্টের শরণাপন্ন হয়েছে জয়পুর গোল্ডেন হাসপাতাল কর্তৃপক্ষ। তাদের আবেদনে বলা হয়েছে, আগামী কয়েক মিনিটের মধ্যে আমাদের হাসপাতালে বড় ধরনের মানবিক বিপর্যয় ঘটতে যাচ্ছে। ইতোমধ্যে আমরা ২৫ জনকে হারিয়েছি। অক্সিজেনের জন্য আমরা হাঁসফাস করছি। আমাদের ডাক্তাররা আপনাদের সঙ্গে আছে। দয়া করে জীবন বাঁচান।

জয়পুর গোল্ডেন হাসপাতাল ছাড়াও আরও একটি হাসপাতালও শনিবার অক্সিজেনের জন্য জরুরি আবেদন জানিয়েছে। শনিবার সকালে মুলচান্দ হাসপাতাল কর্তৃপক্ষ অক্সিজেন সহায়তা চেয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ট্যাগ করে টুইট করে। এ ছাড়া দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এবং লেফটেন্যান্ট গভর্নর অিনল বাইজালকেও ট্যাগ করা হয় ওই টুইটে।

এতে বলা হয় ১৩০ জনের বেশি করোনা রোগী লাইফ সাপোর্টে রয়েছে। বলা হয়, ‘আমাদের আর মাত্র দুই ঘণ্টার অক্সিজেন সাপোর্ট রয়েছে। দায়িত্বপ্রাপ্ত সব কর্মকর্তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছি কিন্তু পারিনি।’
সমস্যার সমাধানের আগ পর্যন্ত নতুন রোগী ভর্তি নেওয়া বন্ধ রেখেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

গত তিন ধরে ভারতের বেশ কয়েকটি হাসপাতাল অক্সিজেন সহায়তা চেয়ে আহ্বান জানাচ্ছে। অক্সিজেন, হাসপাতালের বিছানা এবং ওষুধ চেয়ে অনেকেই হাইকোর্টের শরণাপন্ন হয়েছেন।

নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে ভারতের করোনাভাইরাস পরিস্থিতি। বিশ্বের যে কোনো দেশের চেয়ে ভারতে একদিনে সবচেয়ে বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে। বিগত ২৪ ঘণ্টায় দেশটিতে ৩ লাখ ৪৬ হাজার নতুন রোগী শনাক্তের পাশাপাশি মৃত্যু হয়েছে দুই হাজার ৬২৪ জনের।

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর