বোলারদের হতাশ করে পাল্টা জবাব লঙ্কানদের

আপডেট: April 24, 2021 |
print news

বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম ইনিংসে করুণারত্নে-ধনঞ্জয়ার নান্দনিক ব্যাটিংয়ে রান-উৎসবে মেতেছে স্বাগতিক শ্রীলঙ্কা। পাল্লেকেলে টেস্টে চতুর্থ দিনে দুই সেশন মিলিয়ে শ্রীলঙ্কার কোনো উইকেট ফেলতে পারেনি বাংলাদেশ। হাজার চেষ্টাতেও যেন ব্যর্থ টাইগার বোলাররা। বাংলাদেশের প্রথম ইনিংসের পাল্টা জবাবই দিচ্ছে শ্রীলঙ্কা।

৩ উইকেটে ২২৯ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শেষ করেছিলেন করুণারতেœ-ধনঞ্জয়া। চতুর্থ দিনে রানের চাকা সচল রাখেন এই দুই ব্যাটসম্যান। প্রথম সেশনে ৩১ ওভারে ১০২ রান তুলেছেন দুজন মিলে। পরের সেশনেও টাইগার বোলারদের হতাশ করে ৩০ ওভারে তোলেন ১১১ রান।

৩৮৭ বলে ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি পূরণ করেছেন অধিনায়ক করুণারতেœ। তার সঙ্গী ধনাঞ্জয়া ডি সিলভাও দুর্দান্ত ব্যাট চালিয়ে তুলে নিয়েছেন সেঞ্চুরি। এই প্রতিবেদন লেখা পর্যন্ত স্বাগতিকদের সংগ্রহ ৩ উইকেটে ৪৯৭ রান। উইকেটে অপরাজিত আছেন করুণারতেœ ২২৩ রান নিয়ে। অন্যপ্রান্তে ধনঞ্জয়া খেলছেন ১৫০ রান নিয়ে। বাংলাদেশের চেয়ে আর মাত্র ৪৪ রানে পিছিয়ে আছে তারা, হাতে আছে আরও ৭ উইকেট।

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর