কোভ্যাক্সিনের দাম নির্ধারণ করল ভারত বায়োটেক

আপডেট: April 25, 2021 |
print news

ভারতে কোভ্যাক্সিন কিনতে রাজ্য সরকারগুলোকে ৬শ আর বেসরকারি হাসপাতালগুলোকে ১২শ রুপি দিতে হবে।

শনিবার এ ঘোষণা দিয়েছে হায়দরাবাদের সংস্থা ভারত বায়োটেক।

দেশটির আরেকটি টিকা প্রস্তুতকারী সংস্থা সেরাম ইনস্টিটিউট এই দাম রাজ্য সরকারের জন্য ৪শ আর বেসরকারি হাসপাতালের জন্য ৬শ নির্ধারণ করায় সমালোচনা শুরু হয়েছে।

ভারত বায়োটেকের ব্যবস্থাপনা পরিচালক কৃষ্ণ এম ইল্লারের বলেন, উৎপাদনসহ ভ্যাকসিনের পরীক্ষা নিরীক্ষার খরচ নিজস্ব তহবিল থেকে এসেছে। তা তুলতেই এই দাম নির্ধারণ করা হয়েছে।

এদিকে কেন্দ্রীয় সরকারকে দেড়শ আর রাজ্য সরকারগুলোকে ৪শ রুপিতে টিকা বিক্রি করার ঘোষণায় সমালোচনার মুখে রয়েছে সেরাম ইনস্টিটিউটও।

১ মে ভারতে আরেক দফায় টিকা কর্মসূচি শুরু হবে। এবার রাজ্য সরকারগুলোকে ১৮ বছরের ওপরে সবার নিবন্ধন করতে নির্দেশনা দিয়েছে কেন্দ্র সরকার।

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর