মাস্ক না পরায় থাই প্রধানমন্ত্রীকে অর্থদণ্ড

আপডেট: April 27, 2021 |
print news

থাইল্যান্ডের প্রধানমন্ত্রী প্রায়ূথ চ্যান-ওচা করোনা সংক্রমণ পরিস্থিতিতে মাস্ক পরিধান না করে নিয়ম লঙ্ঘন করায় তাকে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

তিনি মাস্ক ছাড়া উপদেষ্টা কাউন্সিলের একটি বৈঠকে উপস্থিত হওয়ায় ছয় হাজার বাথ (বাংলাদেশি টাকায় ১৬ হাজার টাকা) জরিমানা করা হয়েছে।

গতকাল সোমবার দেশটির রাজধানী ব্যাংককের গভর্নর আশ্বিন কাওয়ানমুয়াং এ খবর নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আমি প্রধানমন্ত্রীকে জানিয়েছিলাম এটি আমাদের স্বাস্থ্যবিধির নিয়ম লঙ্ঘন। ফেসবুকে এ ঘটনা ছড়িয়ে পরার পর তাকে জরিমানা করা হয়। পরে অবশ্য ছবিটি মুছে ফেলা হয়।

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর