ঢাকার ২৬টি খাল দুই সিটি করপোরেশনের কাছে হস্তান্তর

আপডেট: May 18, 2021 |

ঢাকা ওয়াসার ২৬টি খাল দুই সিটি কর্পোরেশনের কাছে হস্তান্তর করা হয়েছে। এর বাইরে আরো ১৭ টি খাল রয়েছে পর্যায়ক্রমে এগুলোও দুই সিটি কর্পোরেশনের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম।

মন্ত্রণালয় থেকে ঢাকা মহানগরীর জলাবদ্ধতা নিরসনে ঢাকা মহানগরীর খাল এবং প্রাকৃতিক জলাশয় সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ বিষয়ক আন্তঃমন্ত্রণালয় ভার্চুয়াল সভায় সংযুক্ত হয়ে মন্ত্রী এসব কথা জানান।

রাজধানীতে ভারি বর্ষণে সৃষ্ট জলাবদ্ধতা নিরসনে হাতিরঝিলের বন্ধ স্লুইসগেট খোলা রাখারও সিদ্ধান্ত হয় সভায়। ভার্চুয়াল বৈঠকে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের দুই মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস ও আতিকুল ইসলাম এবং নৌ পরিবহণ প্রতিমন্ত্রী যুক্ত হন।

বৈশাখী নিউজ/ বিসি

Share Now

এই বিভাগের আরও খবর