ভারতে করোনার ২য় ঢেউয়ে মৃত্যু ৫৯৪ চিকিৎসকের

আপডেট: June 2, 2021 |
print news

মহামারি করোনাভাইরাসে বিপর্যস্ত ভারতে দ্বিতীয় ঢেউয়ে ৫৯৪ জন চিকিৎসকের মৃত্যু হয়েছে। করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত রাজধানী দিল্লিতে মারা গেছেন সর্বোচ্চ ১০৭ জন চিকিৎসক।

বুধবার ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের (আইএমএ) বরাত দিয়ে দেশটির গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।

আইএমএ প্রতিবেদনে বলা হয়েছে, করোনার দ্বিতীয় ঢেউয়ে সবচেয়ে ক্ষতিগ্রস্ত রাজধানী দিল্লি। এখানে ১০৭ জন চিকিৎসক মারা গেছেন। এছাড়া বিহারে ৯৬ জন, উত্তরপ্রদেশ ৬৭, রাজস্থানে ৪৩ ও ঝাড়খণ্ডে ৩৯ মারা গেছেন। বাকি চিকিৎসকরা দেশটির অন্যান্য প্রদেশগুলোর।

দেশটিতে ১২ লাখের বেশি চিকিৎসক থাকলে সংস্থাটির কাছে থাকা সাড়ে ৩ লাখ চিকিৎসকের রেকর্ড যাচাই করে এ তথ্য প্রকাশ করা হয়েছে। সংস্থাটি বলছে, চিকিৎসক মৃত্যুর সংখ্যা আরও বেশি হতে পারে।

বৈশাখী নিউজ/ বিসি

Share Now

এই বিভাগের আরও খবর