বিশ্বে করোনা সংক্রমণ ও মৃত্যু বেড়েছে

আপডেট: June 2, 2021 |
print news

বিশ্বে মহামারি করোনা সংক্রমণ ও মৃত্যু হার বেড়েছে। এক দিনে ১০ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। করোনা শনাক্ত হয়েছে প্রায় সাড়ে ৪ লাখ মানুষের।

আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটারের তথ‌্য মতে, বুধবার (২ জুন) সকাল পর্যন্ত করোনায় প্রাণ হারিয়েছেন ৩৫ লাখ ৭৫ হাজার ৫০৫ জন। গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন ১০ হাজার ৩৪৪ জন। এর আগের দিন মারা যান ৭ হাজার ৯৬৯ জন। এক দিনের ব্যবধানে ২ হাজার ৪৫৮ জন বেশি মানুষ মারা গেছেন।

গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ৪ লাখ ৪৭ হাজার ২০১ জনের। এর আগের দিন করোনা শনাক্ত হয় ৩ লাখ ৬৬ হাজার ৪০০ জনের। এখন পর্যন্ত বিশ্বে করোনা শনাক্ত হয়েছে ১৭ কোটি ১৯ লাখের বেশি। তবে করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন ১৫ কোটি ৪৬ লাখের বেশি।

বৈশাখী নিউজ/ বিসি

Share Now

এই বিভাগের আরও খবর