রাজশাহীতে কাল থেকে কঠোর বিধিনিষেধ আরোপ

আপডেট: June 2, 2021 |
print news

করোনার সংক্রমণ রোধে রাজশাহীতে আগামীকাল থেকে সন্ধ্যা ৭টা থেকে সকাল ৬টা পর্যন্ত দোকানপাট, শপিংমল ও মানুষের চলাচল বন্ধ থাকবে।

বুধবার বিকেলে, সীমান্তবর্তী এই জেলায় সংক্রমণ বাড়তে থাকায় জেলা প্রশাসক কার্যালয়ে এক জরুরি সভায় এই ঘোষণা দেন জেলা প্রশাসক আব্দুল জলিল।

তিনি জানান, এই বিধিনিষেধের আওতার বাইরে থাকবে আমসহ কৃষিপণ্য পরিবহণ। বিধিনিষেধে থাকছে আইডি কার্ড ও জরুরি প্রয়োজন ছাড়া কেউ ঘরের বাইরে বের হতে পারবেন না।

কঠোর নিষেধাজ্ঞায় সামাজিক অনুষ্ঠান, বিনোদন কেন্দ্র ও সবধরনের গণজমায়েত বন্ধ রাখার নির্দেশনা দেয়া হয়েছে। তবে হাসপাতাল, ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারসহ জরুরি পরিষেবা এ নিষেধাজ্ঞার বাইরে থাকবে।

বৈশাখী নিউজ/ এপি

Share Now

এই বিভাগের আরও খবর