গাজীপুরে কিশোর গ্যাংয়ের হামলা, আহত ৩

আপডেট: June 4, 2021 |
print news

গাজীপুরের টঙ্গীর আরিচপুর এলাকায় কিশোর গ্যাংয়ের প্রধান পারভেজ বাহিনীর হামলায় তিনজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার রাতের এ ঘটনায় ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

আহতরা হলেন- টঙ্গীর আরিচপুর এলাকার আব্দুল মালেকের ছেলে আরজু মিয়া (৩৪) ও সুজন মিয়া (২১)। এছাড়াও আব্দুল মালিকের স্ত্রী রুপালি গুরুতর আহত হয়েছেন।

আরিচপুরে জননী টেইলার্সে রাতে তারা কাজ করছিলেন। হঠাৎ কিশোর গ্যাং প্রধান পারভেজ বাহিনীসহ বেশ কয়েকজন কিশোর টেইলার্সে এসে চাপাতি দিয়ে এলোপাথাড়ি কোপালে তারা আহত হন।

আহতদের উদ্ধার করে প্রথমে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার ওসি জাবেদ মাসুদ জানান, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ব্যাপারে এখনও কোনো মামলা হয়নি। তবে মামলার প্রস্তুতি চলছে। দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

গাজীপুরের টঙ্গীর আরিচপুর এলাকায় কিশোর গ্যাংয়ের প্রধান পারভেজ বাহিনীর হামলায় তিনজন আহত হয়েছেন।

বৈশাখী নিউজ/ বিসি

Share Now

এই বিভাগের আরও খবর