সিরাজগঞ্জে পুকুর থেকে গৃহবধূর লাশ উদ্ধার

আপডেট: June 6, 2021 |
print news

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার নিমগাছী তাঁতীপাড়া গ্রামের পুকুর থেকে গৃহবধূ সোহাগী রাণীর (৪০) ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। সে ওই এলাকার নিমগাছী ভুয়ট গ্রামের সন্তোষ কুমার দত্তের স্ত্রী।

রায়গঞ্জ থানার ওসি শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, শুক্রবার রাতে ওই পুকুরে ২ সন্তানের জননী ওই গৃহবধূর লাশ ভাসতে দেখে স্থানীয়রা।

পুলিশ রাতেই ঘটনাস্থলে গিয়ে তার ভাসমান লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে এবং শনিবার দুপুরের দিকে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।

বৈশাখী নিউজ/ জেপা

Share Now

এই বিভাগের আরও খবর