প্রকাশ্যে এলো নুসরাতের বেবি বাম্প

আপডেট: June 11, 2021 |
print news

সত্যি সত্যি মা হতে চলেছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী সংসদ সদস্য নুসরাত জাহান। তবে অনাগত সন্তানের পিতৃপরিচয় এখনও জানা যায়নি।

শুক্রবার অভিনেত্রীর বেবি বাম্পের একটি ছবি প্রকাশ করেছে আনন্দবাজর ডিজিটাল। ছবিটি প্রকাশের পর মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়।

মা হওয়ার খবর প্রকাশ হওয়ার পর থেকেই গত কয়েক দিন ধরেই নুসরাত খবরের শিরোনামে। তবে অভিনেত্রী আদৌ সন্তান-সম্ভবা কিনা তা নিয়ে অনেকেই সংশয় প্রকাশ করেছিলেন। কোনো ছবির জন্য হয়তো নুসরাত বেবি বাম্প তৈরি করেছেন বলেও টালিউড পাড়ায় খবর ছড়িয়েছিল।

অবশেষে সেই খবর ভুয়া প্রমাণিত হলো। প্রকাশ্যে এলো নুসরাতের বেবি বাম্প। নিজের বালিগঞ্জের ফ্ল্যাটে অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় এবং তনুশ্রী চক্রবর্তীর সঙ্গে নুসরাতের আড্ডার একটি ছবি প্রকাশ হয়েছে।

ছবিতে দেখা যাচ্ছে, সাদা হাতকাটা লম্বা ঝুলের জামা, কানে মাকড়ি ধাঁচের দুল, ঠোঁটে হালকা লিপস্টিকে হাসিমুখে ক্যামেরার দিকে তাকিয়ে তিনি। তার চোখমুখ জুড়ে মাতৃত্বের আভা। সঙ্গে বন্ধু শ্রাবন্তী এবং তনুশ্রী।

বৈশাখী

নিউজ/ বিসি

Share Now

এই বিভাগের আরও খবর