ভারতে এবার ‘ডেল্টা প্লাস’ শনাক্ত

আপডেট: June 16, 2021 |
print news

প্রতিনিয়তই রূপ বদল করছে করোনাভাইরাসের ভারতীয় ডেল্টা ভ্যারিয়েন্ট। মিউটেশনের মাধ্যমে এটি নতুন আরও একটি মারাত্মক স্ট্রেইন তৈরি করেছে। এর নাম দেওয়া হয়েছে ডেল্টা প্লাস বা এওয়াই.১ ভ্যারিয়েন্ট।

ভারতে করোনার দ্বিতীয় ঢেউয়ের জন্য দায়ী করা হয় ডেল্টা ভ্যারিয়েন্টকে। এখন নতুন উদ্বেগ তৈরি করেছে ডেল্টা প্লাস ভ্যারিয়েন্ট। এ স্ট্রেইনের ওপর ককটেল ইনজেকশনের প্রভাব ইতিবাচক নয়।

অর্থাৎ এই স্ট্রেইন মনোক্লোনাল অ্যান্টিবডি আটকে দিতে পারে। এখনো অবশ্য ভারতে সেভাবে সংক্রমণ ছড়ায়নি এ স্ট্রেইন। তবে বিজ্ঞানীরা বলছেন, ডেল্টা প্লাস পুরনো ভ্যারিয়েন্ট থেকে অনেক বেশি সংক্রামক।

ফলে এ নিয়ে সরকারকে যে আগেভাগে ব্যবস্থা নিতে হবে তা স্পষ্ট।

এখন পর্যন্ত যুক্তরাজ্যে ৬৩ জনের শরীরে নতুন এ নতুন স্ট্রেইনটির খোঁজ মিলেছে। ভারতে ছয়জনের শরীরে এ স্ট্রেইন শনাক্ত হয়েছে।

কানাডা, নেপাল, জার্মানি, পোল্যান্ড, জাপান, রাশিয়ায়ও করোনা ভাইরাসের নতুন এ ভ্যারিয়েন্টের খোঁজ মিলেছে। যুক্তরাষ্ট্রেও এ স্ট্রেইনে আক্রান্ত হয়েছেন ১৪ জন।

পুনের ইন্ডিয়ান ইনস্টিটিউট অব সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চের বিশেষজ্ঞ বিনীতা বল জানিয়েছেন, ডেল্টার এ নতুন রূপ কতটা সংক্রামক এবং কত দ্রুত ছড়ায় তা দেখার বিষয়। খবর আনন্দবাজার

বৈশাখী নিউজ/ জেপা

Share Now

এই বিভাগের আরও খবর