সোমালিয়ায় সেনা ক্যাম্পে আত্মঘাতী হামলায় নিহত ১৫

আপডেট: June 16, 2021 |
print news

সোমালিয়ার রাজধানীতে সেনাবাহিনীর একটি প্রশিক্ষণ ক্যাম্পে আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ১৫ জন প্রাণ হারিয়েছেন।

হামলার পর রয়টার্সের এক প্রত্যক্ষদর্শী হাসপাতালে মৃতদেহগুলো গণনা করে ১৫ জনের নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

জেনারেল দেগাবান নামের ওই সেনা ক্যাম্পের বাইরে সদ্য নিযুক্ত সেনা সদস্যদের লক্ষ্য করে এ হামলা করা হয় বলে জানিয়েছেন হাসপাতালের কর্মকর্তারা।

আল-শাবাবের রেডিও ষ্টেশন ‘আল আন্দালুস’ জানায়, ইসলামি দলের যোদ্ধারা এ আত্মঘাতী বোমা চালিয়েছে।

সোমালিয়ার জঙ্গি গোষ্ঠী আল-শাবাব দীর্ঘ দিন ধরে সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছে। রাজধানীসহ ছোট বড় শহরে এ ধরনের হামলা চালিয়ে নিজেদের উপস্থিতির জানান দেয় তারা।

এদিকে এ হামলার পরপরই মোগাদিসুর মদিনা হাসপাতালে নিহতদের স্বজনদের ছোটাছুটি করতে দেখা যায়।

বৈশাখী নিউজ/ জেপা

Share Now

এই বিভাগের আরও খবর