নোয়াখালীতে করোনা শনাক্ত আরও ৭৫ জনের

নোয়াখালীতে নতুন করে ৭৫ জনের শরীরের করোনা শনাক্ত হয়েছে। ফলে জেলায় মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৯ হাজার ৯১১ জনে। নতুন আক্রান্তের হার শতকরা ২১ দশমিক ৭৫ ভাগ। গত ২৪ ঘণ্টায় করোনায় কোনো প্রাণহানি হয়নি। এ পর্যন্ত জেলায় মৃতের সংখ্যা ১২৭।
গতকাল মঙ্গলবার (১৫ জুন) রাত ১১টা ৩০ মিনিটে বিষয়টি নিশ্চিত করেছেন নোয়াখালী জেলা সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার।
সিভিল সার্জন জানান, নোয়াখালীর ল্যাবে ৩৪৫টি নমুনা পরীক্ষায় ৭৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে নোয়াখালী সদরের ৪৭ জন, বেগমগঞ্জের ১১ জন, সুবর্ণচরের এক জন, সোনাইমুড়ীর সাত জন, চাটখিলের দুই জন, কোম্পানীগঞ্জের পাঁচ জন ও কবিরহাটের দুই জন রয়েছেন।
এ নিয়ে নোয়াখালীতে করোনায় আক্রান্ত হিসেবে মোট শনাক্ত হয়েছেন ৯ হাজার ৯১১ জন। যার মধ্যে সদরের ৩ হাজার ৭২০ জন আর বিভিন্ন উপজেলার ৬ হাজার ১৯০ জন।
তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় কোনো মৃত্যু হয়নি। করোনায় নোয়াখালীতে মোট মৃত্যু হয়েছে ১২৭ জনের। যার মধ্যে সদরের ২৩ জন আর বিভিন্ন উপজেলার ১০৪ জন।
প্রসঙ্গত, করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় গত ৫ জুন থেকে নোয়াখালী পৌরসভা ও সদর উপজেলার ছয়টি ইউনিয়নে সাত দিনের বিশেষ লকডাউন ঘোষণা করে জেলা করোনা প্রতিরোধ কমিটি।
কিন্তু সংক্রমণ বৃদ্ধি অব্যহত থাকায় দ্বিতীয় দফায় গত ১২ জুন আরও সাত দিনের কঠোর লকডাউন ঘোষণা করা হয়।
দুই দফায় ১১ দিনের লকডাউন শেষ হলেও কমছে না আক্রান্তের সংখ্যা। প্রতিদিনই বাড়ছে নতুন সংক্রমণ। শনাক্তের হার শতকরা ২০ ভাগের নিছে নামছে না।