ইরানের নতুন প্রেসিডেন্টকে অভিনন্দন জানিয়ে যা বললেন ইমরান খান

আপডেট: June 20, 2021 |
print news

ইরানের ১৩তম প্রেসিডেন্ট নির্বাচনে জয় পেয়েছেন ৬০ বছর বয়সী রক্ষণশীল শিয়া নেতা সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি। নির্বাচনে বিজয় লাভ করায় তাকে অভিনন্দন জানিয়েন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

ইমরান খান নিজের টুইটার পেইজে লিখেছেন, ইরানের ১৩ তম প্রেসিডেন্ট নির্বাচনে অনন্য সাধারণ বিজয়ের জন্য সম্মানিত ভাই ইব্রাহিম রায়িসিকে জানাই আন্তরিক অভিনন্দন। দু’দেশের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, আঞ্চলিক নিরাপত্তা, সমৃদ্ধি ও বিকাশ আরও জোরদার করার লক্ষ্যে তার সাথে কাজ করার ব্যাপারেও আমি আশাবাদী।

উল্লেখ্য, সাইয়্যেদ ইব্রাহিম নির্বাচনে ১৭.৮ মিলিয়ন ভোট পেয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী মোহসেন রেজায়ি পেয়েছেন ৩.৩ মিলিয়ন ভোট। ইরানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্বাচন হেডকোয়ার্টার থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। সূত্র : পার্সটুডে।

বৈশাখী নিউজ/ ইডি

Share Now

এই বিভাগের আরও খবর