ভারত: টিকাকরণের নতুন রেকর্ডে বিনামূল্যে টিকা পেল ৮০ লাখ

আপডেট: June 22, 2021 |
print news

টিকাকরণের নতুন রেকর্ড গড়লো ভারত। গত ২৪ ঘন্টায় বিনামূল্যে করোনাভাইরাসের টিকার ডোজ নিয়েছেন ৮০ লাখ মানুষ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পরিসংখ্যান দেখে আনন্দিত হয়ে এই রেকর্ডের জন্য ভারতবাসীকে ধন্যবাদ জানিয়েছেন।

প্রধানমন্ত্রী টুইট করেছেন, ‘করোনার বিরুদ্ধে লড়াইয়ে টিকা আমাদের মূল অস্ত্র। রেকর্ড ভেঙে দেওয়া টিকাকরণের মাত্রা আমাকে আনন্দিত করেছে। যারা টিকা পেয়েছেন, তাদের শুভেচ্ছা জানাই। আর যে প্রথমসারির করোনা যোদ্ধারা করোনা টিকা দিচ্ছেন, তাদেরও শুভেচ্ছা। ওয়েল ডান ইন্ডিয়া।’

মোদি ঘোষণা করেছিলেন, ২১ জুন থেকে ভারতে ১৮ বছরের ঊর্ধ্বে সকলকে বিনামূল্যে টিকা দেওয়া শুরু হবে। রাজ্যগুলোকে টিকা কিনে পাঠাবে কেন্দ্রীয় সরকার। সে অনুসারে সারা ভারতে গতকাল সোমবার থেকে টিকাকরণের হার বেড়েছে।

এর আগে এপ্রিল মাসের ২ তারিখে রেকর্ড সংখ্যক ৪২ লাখের বেশি টিকাকরণ হয়েছিল ভারতে। রবিবার পর্যন্ত যা ছিল সর্বোচ্চ। সোমবারের হিসাব তা ভেঙে দিল। সূত্র: ইন্ডিয়া টুডে

বৈশাখী নিউজ/ এপি

Share Now

এই বিভাগের আরও খবর