নকল ভ্যাকসিন নিয়ে গুরুতর অসুস্থ মিমি

আপডেট: June 27, 2021 |
print news

নকল করোনা ভ্যাকসিন নিয়ে গুরুতর অসুস্থ অভিনেত্রী মিমি চক্রবর্তী। মিমি টিকা নেওয়ার চারদিনের মাথায় গুরুতর অসুস্থ হয়েছেন বলে জানা গিয়েছে। পেট ব্যাথা, ডিহাইড্রেশন ও রক্তচাপ জনিত সমস্যার জেরে গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন তিনি, এমনটাই জানা গিয়েছে সূত্র মারফত।

প্রশাসনের অনুমতি ছাড়া কসবায় বেআইনি করোনার টিকাকরণের ক্যাম্প খুলেছিল। সেখানেই আর চার-পাঁচজনের সঙ্গেই ভুয়া টিকা নেন মিমি। তারপরেই ঘটনার সত্যতা জানতে পেরে উদ্বিগ্ন ছিলেন অভিনেত্রী। বারবার সোশ্যাল মিডিয়ায় নিজের শারীরিক অবস্থার কথা জানাচ্ছিলেন। চিকিৎসকদের পরামর্শে করিয়েছেন একাধিক টেস্ট। কিন্তু আচমকাই এদিন সকাল থেকে অসুস্থ বোধ করেন মিমি চক্রবর্তী।

বাড়িতেই চিকিৎসকদের পরামর্শে রয়েছেন তিনি। মিমির মতোই কসবার ক্যাম্প থেকে ভুয়া টিকা নিয়েছেন বহু মানুষ। কিন্তু আচমকাই মিমির শারীরিক অবস্থার অবনতি হওয়ায় চিন্তায় প্রশাসন। এখনও পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি ওই ক্যাম্প থেকে কোন ধরনের টিকা দেওয়া হয়েছে। তবে অভিনেত্রী নিজের ভক্তদের আশ্বস্ত করেছেন চিন্তা না করতে।

বৈশাখী নিউজ/ এপি

Share Now

এই বিভাগের আরও খবর