আড়াই মাস পর বেনাপোলে ভারত থেকে অক্সিজেন আমদানি শুরু

আপডেট: July 6, 2021 |
print news

আড়াই মাস বন্ধ থাকার পর, ভারত থেকে ফের অক্সিজেন আমদানি শুরু হয়েছে। গত দুই দিনে ১৯০ টন অক্সিজেন এনেছে লিন্ডে বাংলাদেশ।

সোমবার সকালে ভারত থেকে ৯০ টন অক্সিজেনের একটি চালান বেনাপোল বন্দরে এসে পৌঁছায়।

চালানটি ছাড় করানোর দায়িত্বে থাকা সারথী এন্টারপ্রাইজ জানিয়েছে, ২১ এপ্রিলের পর তাদের কোম্পানির কোনো অক্সিজেন দেশে প্রবেশ করেনি। ভারতে অক্সিজেনের চাহিদা কমে আসায় সে দেশের সরকার অক্সিজেন রফতানিতে সম্মতি দিয়েছে।

গত দুই দিনে কম্পানির ১৯০ টন অক্সিজেন বেনাপোল বন্দরে এসে পৌঁছেছে। এখন থেকে প্রতিদিনই ভারত থেকে এই কোম্পানির অক্সিজেন দেশে আসবে। দ্রুত কাস্টমসের আনুষ্ঠাকিতা শেষ করে আমদানিকারক প্রতিষ্ঠানের কাছে অক্সিজেন পৌঁছে দেয়ার কাজ চলছে।

ভারতে করোনা সংক্রমণ বেড়ে অক্সিজেন সংকট তীব্র হলে ২২ এপ্রিল থেকে কোনো অক্সিজেনের চালান দেশে আসেনি।

তবে এখন সেখানে চাহিদা কমে যাওয়ায় আবার ভারতীয় সরকার অক্সিজেন রপ্তানিতে সম্মতি দিয়েছে। এখন থেকে প্রতিদিনই ভারত থেকে তাদের কোম্পানির অক্সিজেন আসবে।

বৈশাখী নিউজ/ ফাজা

Share Now

এই বিভাগের আরও খবর