ডিএসই’র নতুন এমডি তারিক আমিন ভূঁইয়া

আপডেট: July 7, 2021 |
print news

অস্ট্রেলিয়া প্রবাসী প্রযুক্তিবিদ তারিক আমিন ভূঁইয়াকে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এমডির পদ শূন্য হওয়ার প্রায় ছয় মাস পর নতুন এমডি পাচ্ছে প্রতিষ্ঠানটি।

মঙ্গলবার পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) তার নিয়োগে অনুমোদন দেয়। বিএসইসি সূত্রে এ তথ্য জানা যায়।

তারিক আমিন ভূঁইয়া হাস্কলাউড বাংলাদেশ লিমিটেড নামে একটি প্রতিষ্ঠানের নির্বাহী চেয়ারম্যান।

এর আগে সানাউল হক এমডি পদ থেকে পদত্যাগ করলে প্রতিষ্ঠানটির প্রধান অর্থ কর্মকর্তা আব্দুল মতিন পাটোয়ারী ভারপ্রাপ্ত এমডি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

প্রযুক্তিবিদ তারিক আমিন ভূঁইয়া ফ্রেন্ডশিপ এনজিওর আইটি অ্যাডভাইজার। একই সঙ্গে তিনি হাস্কলাউড পিটিওয়াই লিমিটেড, সিডনির প্রতিষ্ঠাকালীন সিইও এবং সিটিপিও। এ ছাড়া তিনি হাস্কলাউড বিডি লিমিটেডের নির্বাহী চেয়ারম্যান।

এর আগে তিনি ব্র্যাক ব্যাংকের সাবেক সিআইও হিসেবে দায়িত্ব পালন করেছেন।

দায়িত্ব পালন করেছেন বিকাশের প্রতিষ্ঠাকালীন সিইও হিসেবেও।

বৈশাখীনিউজ/ ইডি

Share Now

এই বিভাগের আরও খবর