পুঁজিবাজারে লেনদেনের সময়সূচি বহাল থাকবে ১৪ জুলাই পর্যন্ত

আপডেট: July 7, 2021 |

করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় চলমান সর্বাত্মক লকডাউনের সময়সীমা বাড়িয়েছে সরকার।  এ বর্ধিত লকডাউনে পুঁজিবাজারে লেনদেনের সময় বাড়ছে। বৃহস্পতিবার থেকে পুঁজিবাজারে ১ ঘণ্টা লেনদেন বেশি হবে। আর এই সময়সূচি বহাল থাকবে ১৪ জুলাই পর্যন্ত।

এ বিষয়ে মঙ্গলবার একটি নির্দেশনা জারি করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

নতুন সময়সূচি অনুসারে, সকাল ১০টায় লেনদেন শুরু হয়ে চলবে বেলা ২টা পর্যন্ত চলবে।  বর্তমানে পুঁজিবাজারে লেনদেন চলে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত।
ব্যাংকের সময়সূচির সঙ্গে সামঞ্জস্য রেখে লেনদেনের সময় বাড়ানো হয়েছে পুঁজিবাজারেও।

বর্ধিত লকডাউনে লেনদেনের সময় বাড়লেও বর্তমান সপ্তাহের মতো আগামী সপ্তাহেও রোববার লেনদেন বন্ধ থাকবে পুঁজিবাজারে।

সরকার ১-৭ জুলাই পর্যন্ত সর্বাত্মক লকডাউন আরোপ করে। পরিস্থিতির উন্নতি না হওয়ায় লকডাউনের সময়সীমা বাড়িয়ে করা হয় ১৪ জুলাই পর্যন্ত।

বৈশাখীনিউজ/ ইডি

Share Now

এই বিভাগের আরও খবর