ফের কঠোর লকডাউনের ঘোষণা ওমানে

আপডেট: July 7, 2021 |
print news

পবিত্র ঈদুল আজহায় করোনাভাইরাসের কারণে কঠোর লকডাউন জারির ঘোষণা দিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ ওমান। ঈদের প্রথম তিন দিন চলবে কঠোর লকডাউন।

মঙ্গলবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম ওমান নিউজ এজেন্সি।

এ ছাড়া প্রকাশ্যে ঈদের জামাত আদায়ে ও জনসমাগমে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। এ ছাড়া আগামী ১৬ জুলাই থেকে ঈদের আগের দুই সপ্তাহে রাত্রীকালীন বিধিনিষেধ জারির ঘোষণা দেয়া হয়েছে দেশটিতে।

২০১৯ সালের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে এই করোনাভাইরাস (কোভিড-১৯)।

বৈশাখী নিউজ/ এপি

Share Now

এই বিভাগের আরও খবর