শরীর নিয়ে মন্তব্য, উচিৎ জবাব শুভশ্রীর

আপডেট: July 12, 2021 |
print news

কলকাতার অন্যতম জনপ্রিয় নায়িকা শুভশ্রী গাঙ্গুলি। নিজের ফিটনেস নিয়ে বেশ সচেতন তিনি। সেই শুভশ্রীকেই এবার শরীর নিয়ে নেতিবাচক কথা শুনতে হলো।

এই অভিনেত্রীকে রোগা হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। সেই স্ক্রিনশট শেয়ার করেই জবাব দিলেন তিনি। শুভশ্রীর পরিচিত একজনকে সরাসরি মেসেজ করে এই মন্তব্য করা হয়েছিল।

সেখানে লেখা হয়েছিল, তুমি তো শুভশ্রী দিদির খুব কাছে আছো তাই তোমার কাছে একটা অনুরোধ। প্লিজ শুভশ্রীদিকে বলো আগের মতো আরও স্লিম হতে। আরও স্লিম হলে আরও বেশি সুন্দর লাগবে।

জবাবে জানানো হয়, শিশুর জন্ম দেওয়ার পর একজন নারীর শরীরে নানা পরিবর্তন হয়। অনেক জটিলতা তৈরি হয়। আর ওজন কমানো জোনও ভোজবাজির মতো জাদু নয়। শুভশ্রী তারকা হলেও একজন রক্তমাংসের মানুষ। সুতরাং শুভশ্রী নিজের ওজন কমাবেন কিনা কমাবেন সেই সিদ্ধান্ত নেবেন তিনিই।

সব মেসেজের স্ক্রিনশট ইনস্টাগ্রামে শেয়ার করেছেন অভিনেত্রী। পাশাপাশি বন্ধুদের সঙ্গে পার্টি করার ভিডিও-ও স্টোরি হিসেবে শেয়ার করেছেন। এক বছরও হয়নি ছেলে যুবানের জন্মের। এর মধ্যেই পুরোদমে কাজ শুরু করে দিয়েছেন শুভশ্রী গাঙ্গুলি।

বৈশাখী নিউজ/ বিসি

Share Now

এই বিভাগের আরও খবর