কানাডায় ক্রেন দুর্ঘটনা, জরুরি সতর্কতা জারি

আপডেট: July 13, 2021 |
print news

কানাডায় ক্রেন দুর্ঘটনায় বেশ কয়েকজন নিহত হয়েছে।

সোমবার স্থানীয় সময় সকালে দেশটির দক্ষিণাঞ্চলের ব্রিটিশ কলোম্বিয়ার কিলোয়ানায় একটি নির্মাণাধীন সুউচ্চ ভবনের কাজ করার সময় ভেঙে পড়ে এটি। এ দুর্ঘটনার পর আশেপাশের বাসিন্দাদের সরিয়ে জরুরি সতর্কতা জারি করা হয়েছে রাজ্যে।

পুলিশ জানিয়েছে, ক্রেনটি শ্রমিকের ওপর ভেঙে পড়ে। ঘটনায় তাদের অনেকের মৃত্যু হয়। তবে কতজন মানুষ মারা গেছে তা এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি।

কীভাবে এলাকাটিকে ফের নিরাপদ করা যায়, একজন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার তা পর্যালোচনা করে দেখছেন।

বৈশাখী নিউজ/ জেপা

Share Now

এই বিভাগের আরও খবর