ফের ফ্যামিলি ভিসা চালু করল কাতার

আপডেট: July 14, 2021 |
print news

কাতারে বেশিরভাগ জনগণ টিকা গ্রহণ করায় সংক্রমণ অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। এরই পরিপ্রেক্ষিতে দীর্ঘদিন বন্ধ থাকার পর ফের ফ্যামিলি ভিসা চালু করছে দেশটি।

কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মোবাইল অ্যাপ ‘মিতরাশ-টু’ এর মাধ্যমে ঘরে বসে ভিসার জন্য আবেদন করা যাবে। এ ছাড়া বিজনেস ভিজিট ভিসা এবং ট্যুরিস্ট ভিসাও চালু করা হয়েছে।

রেড জোনের তালিকায় থাকা ভারত, পাকিস্তান ও বাংলাদেশকেও ফ্যামিলি ভিসা দেওয়ার ঘোষণা দিয়েছে দেশটি। ফ্যামিলি ভিসায় পরিবার-পরিজন যেতে পারায় খুশি প্রবাসীরাও।

প্রবাসী বাংলাদেশিরা বলেন, করোনা পরিস্থিতির উন্নতি হওয়ার জন্য কাতার সরকার নতুন করে ফ্যামিলি ভিসা দিচ্ছে। আমরা পরিবারকে এখানে আনার সুযোগ পাবো। করোনা মহামারির মধ্যেও কাতার সরকার ফ্যামিলি ভিসা নতুন করে শুরুর উদ্যোগ নিয়েছে। এ জন্য বাংলাদেশিদের পক্ষ থেকে কাতার সরকারকে অনেক ধন্যবাদ।

বৈশাখী নিউজ/ ইডি

Share Now

এই বিভাগের আরও খবর