অনেকদিন পরে গানে ফিরলাম : আকবর

আপডেট: July 14, 2021 |
print news

 

রিকশা চালক থেকে রাতারাতি সংগীতশিল্পী হিসেবে পরিচিত হয়ে ওঠেন আকবর। ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র মাধ্যমে উঠে আসা এই শিল্পী ‘তোমার হাত পাখার বাতাসে’ গানটি গেয়ে অসংখ্য শ্রোতার মন জয় করেছিলেন।

কিন্তু এরপরেই যেন ছন্দপতন। দীর্ঘদিন আকবরকে গান গাইতে দেখা যায়নি। অসুস্থও ছিলেন কিছুদিন। করোনার এই সংকটকালে অভাব-অনটনের মধ্য দিয়ে দিন পার করছেন। এমনকি না খেয়েও থাকতে হয়েছে তাকে। দীর্ঘদিন পর আবার গানে ফিরলেন তিনি।

গতকাল ১৩ জুলাই রাজধানীর একটি স্টুডিওতে নতুন গানের রেকর্ডিং সম্পন্ন করেন আকবর। ‘হারালি কোথায়’ শিরোনামের গানটির কথা লিখেছেন কামরুল হাসান সোহাগ। সুর করেছেন প্লাবন কোরেশী। এলএসবিটিভি’র ব্যানারে খুব শিগগিরই গানটি প্রকাশ করা হবে।

নতুন গান নিয়ে উচ্ছ্বসিত এই শিল্পী। বলেন, ‘অনেকদিন পরে গানে ফিরলাম। কামরুল ভাইয়ের অসাধারণ কথা আর প্লাবন ভাইয়ের অসম্ভব সুন্দর সুর। গানটি খুব সুন্দর হয়েছে। নিজের কাছে খুবই ভালো লাগছে। বিশেষ করে প্লাবন ভাই যে যত্ন করে আমার ভয়েজ নিয়েছেন আমি সত্যিই কৃতজ্ঞ।’

বৈশাখী নিউজ/ এপি

Share Now

এই বিভাগের আরও খবর