‘নারী হিসেবে জন্ম নিয়েও হয়তো কাউকে নকল করেছি’

আপডেট: July 19, 2021 |
print news

বলিউডে কঙ্গনা রানাওয়াতের সঙ্গে তাপসী পান্নুর বিরোধ নতুন নয়। এই দুই নায়িকার বাগযুদ্ধ লেগে থাকেই। কঙ্গনার দাবি, তাকে নকল করেই বলিউডে টিকে আছেন তাপসী। তবে তাপসী তা মানতে নারাজ । কঙ্গনার দেওয়া তকমা ‘সস্তা কপি’, ‘বি গ্রেড অভিনেত্রী’ কিছুতেই গায়ে মাখতে রাজি নন ‘হাসিন দিলরুবা’ খ্যাত এ নায়িকা।

তাপসী ভারতের দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় তারকা। বলিউডেও অভিনয়গুণে তিনি প্রথম সারির অভিনেত্রী হয়ে উঠেছেন। সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে কঙ্গনার খোঁচার বিষয়ে মজা করে তাপসী বলেন, ‘মানুষ কথা বলার মতো কিছু পাচ্ছে দেখে আমি খুশি। আমি এসব সমালোচনা উপভোগ করি। নারী হিসেবে জন্ম নিয়েও হয়তো কাউকে নকল করেছি।’

অভিনয়ের পাশাপাশি প্রযোজনায়ও নাম লিখিয়েছিলেন তাপসী। তার প্রতিষ্ঠানের নাম আউটসাইডার ফিল্মস। এ প্রতিষ্ঠান থেকে নির্মাণ করা হচ্ছে ‘ব্লার’ শিরোনামের ছবি। এতে অভিনয়ও করছেন তাপসী।

বৈশাখী নিউজ/ জেপা

Share Now

এই বিভাগের আরও খবর