ঈদের নামাজ শেষে মালির প্রেসিডেন্টের ওপর ছুরিহামলা

আপডেট: July 20, 2021 |
print news

ঈদুল আজহার নামাজ শেষে মালির অন্তবর্তী প্রেসিডেন্ট আসিমি গোইতার ওপর ছুরিহামলার চেষ্টা চালিয়েছে এক দুর্বৃত্ত। মঙ্গলবার (২০ জুলাই) দেশটির রাজধানী বামাকোর গ্র্যান্ড মসজিদে ঈদের জামায়াত শেষে তাকে ছুরিকাঘাতের চেষ্টা করা হয়।

প্রেসিডেন্টের কার্যালয় এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে।

মালির প্রেসিডেন্ট অফিসের পক্ষ থেকে এক টুইটে জানানো হয়েছে, নিরাপত্তাকর্মীরা সঙ্গে সঙ্গে হামলাকারীকে ধরে ফেলেন। এ ঘটনায় তদন্ত চলছে।

বার্তা সংস্থা এএফপির এক সাংবাদিক জানিয়েছেন, তিনি ঘটনাস্থলে রক্ত দেখতে পেয়েছেন। তবে সেটি কার তা নিশ্চিত নয়।

প্রেসিডেন্ট অফিসের এক কর্মকর্তা পরে এএফপি’কে বলেছেন, প্রেসিডেন্ট গোইতা সুস্থ এবং নিরাপদ রয়েছেন। তাকে বামাকোর বাইরে কাতি সামরিক ঘাঁটিতে নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানকার নিরাপত্তা জোরদার করা হয়েছে।

এছাড়া দুটি সামরিক সূত্র রয়টার্সকে জানিয়েছে, প্রেসিডেন্ট অক্ষত রয়েছেন। সূত্র: আল জাজিরা।

বৈশাখী নিউজ/ বিসি

Share Now

এই বিভাগের আরও খবর