বাংলাদেশ দলে বড় পরিবর্তন, শামীমের অভিষেক

আপডেট: July 23, 2021 |
print news

সিরিজের প্রথম টি-টুয়েন্টিতে জয় তুলে নিয়ে সুবিধাজনক অবস্থানে চলে এসেছে বাংলাদেশ। তবে দ্বিতীয় টি-টুয়েন্টিতে পরিবর্তন নিয়েই মাঠে নামছে দল। এর ফলে দেশের ইতিহাসে ৭১তম ক্রিকেটার হিসেবে টি-টুয়েন্টি অভিষেক হতে যাচ্ছে শামীম পাটোয়ারীর।

বৃহস্পতিবার (২২ জুলাই) সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়ে ছুঁড়ে দেয় ১৫২ রানের চ্যালেঞ্জ। সে চ্যালেঞ্জ অবশ্য বাংলাদেশ উতরে গেছে বেশ সাবলীলভাবেই। দুই ওপেনার নাঈম শেখ আর সৌম্য সরকারের অর্ধশতকে কাজটা অনায়াসেই সারে টাইগাররা।

তবে সে ম্যাচে একটা শঙ্কার জায়গা তৈরি হয়েছে দলে। ফিল্ডিংয়ের সময় চোট পেয়েছেন লিটন দাস। যে কারণে আর তাকে ব্যাট করতে পাঠানোর ঝুঁকিও নেয়নি টিম ম্যানেজমেন্ট। দ্বিতীয় ম্যাচে তার বিশ্রামের বিষয়টা অনেকটাই পরিষ্কার হয়ে গিয়েছিল তখন।

লিটনের হাতের কবজিতে ব্যথা ছিল আগে থেকেই, প্রথম টি-টুয়েন্টিতে ফিল্ডিংয়ের সময় চোট পেয়েছেন সেখানেই। যে কারণে তাকে আর ব্যাটিংয়ে নামানোর ঝুঁকি নেয়নি দল।

চোটের কারণে তামিম ছিটকে গিয়েছিলেন, এর আগে মুশফিকুর রহিমও বাবা মায়ের অসুস্থতার কারণে চলে এসেছিলেন বাংলাদেশে। লিটনের চোটজনিত বিশ্রামে এ তালিকাটা আরেকটু লম্বা হলো বৈকি!

বৈশাখী নিউজ/ এপি

Share Now

এই বিভাগের আরও খবর