গভীর রাতে ভয়াবহ আগুনে ১০ দোকান পুড়ে ছাই

আপডেট: July 28, 2021 |
print news

হবিগঞ্জের মাধবপুরে মধ্যরাতে বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

গতকাল মঙ্গলবার (২৭ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, মঙ্গলবার (২৭ জুলাই) রাত প্রায় সাড়ে ১০টার দিকে জেলার মাধবপুর উপজেলার কাশিমনগর বাজারের একটি দোকান থেকে প্রথমে আগুনের সূত্র পাত ঘটে। মুহূর্তের মধ্যে আগুনের লেলিখান শিখা বাজারের অন্যান্য দোকানে ছড়িয়ে পড়ে।

এ সংবাদ পেয়ে মাধবপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট এলাকাবাসীর সহযোগিতায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন নিয়ন্ত্রণে আনার আগেই ১০টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে নির্ধারণ করা যায়নি।

এ বিষয়টি নিশ্চিত করেছেন মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক।

বৈশাখী নিউজ/ জেপা

Share Now

এই বিভাগের আরও খবর