লেভারকুজেনে শিল্পপার্কে বিস্ফোরণ: নিহত ২, নিখোঁজ ৫

আপডেট: July 28, 2021 |

জার্মানির পশ্চিমাঞ্চলীয় শহর লেভারকুজেনে রাসায়নিক শিল্পপার্কে বড় ধরনের বিস্ফোরণে অন্তত ২ জন নিহত ও ৩১ জন আহত হয়েছে। এ বিস্ফোরণের ঘটনায় এখনো ৫ জন নিখোঁজ।

মঙ্গলবার স্থানীয় সময় সকালের দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে বলে কর্তৃপক্ষে জানিয়েছে।

শিল্পপার্ক ‘চেমপার্কের’ প্রধান লারস ফ্রিডরিখ বলেন, তাদের সন্ধানে জোর তৎপরতা অব্যাহত আছে। দুঃখজনক হচ্ছে, তাদের জীবিত উদ্ধারের আশা ক্ষীণ হয়ে আসছে। কী কারণে এই বিস্ফোরণ, তা এখনো পরিষ্কার নয়।

স্থানীয়রা জানান, বিস্ফোরণের শব্দ কয়েক কিলোমিটার দূর থেকে শোনা গেছে। বিস্ফোরণের পর চেমপার্কের ওপর বিপুল পরিমাণ কালো ধোঁয়া দেখা যায়।

শিল্পপার্কে বিস্ফোরণের পর পরই এর আশপাশের এলাকার বাসিন্দাদের ‘চরম বিপদ’ সম্পর্কে সতর্ক করে তাদের বাড়ির ভেতর থাকতে ও দরজা-জানালা বন্ধ রাখতে পরামর্শ দেওয়া হয়।

আল-জাজিরা জানিয়েছে, চেমপার্কের বর্জ্য পোড়ানোর স্থাপনায় এ বিস্ফোরণটি ঘটায় খুব বেশি ক্ষয়ক্ষতি হয়নি। তবে কেন এ বিস্ফোরণ, বিশেষজ্ঞরা এখনো তা বের করতে পারেনি।

চেমপার্কের ওয়েসবাইটের তথ্যে অনুযায়ী, এই শিল্প পার্কটিতে ৩০টিরও বেশি কোম্পানির কারখানা আছে।

বৈশাখী নিউজ/ জেপা

Share Now

এই বিভাগের আরও খবর