অ‌ভি‌নেতা মু‌কিত জাকা‌রিয়ার মায়ের মৃত্যু

আপডেট: July 29, 2021 |
print news

 

মা হারা‌লেন অ‌ভি‌নেতা মু‌কিত জাকা‌রিয়া। বুধবার (২৮ জুলাই) সন্ধ্যা সা‌ড়ে ৭টার দি‌কে শেষ নিঃশ্বাস ত্যাগ ক‌রেন তার মা তাহ‌মিনা খাতুন। মৃত‌্যুকা‌লে তার বয়স হ‌য়ে‌ছিল ৭৮ বছর।

বৃহস্পতিবার (২৯ জুলাই) সকালে এ তথ্য জানি‌য়ে‌ছেন নাট্য নির্মাতা মাবরুর রশীদ বান্নাহ।

নোয়াখালীর বেগমগঞ্জ থানার চৌমুহনীতে বড় ছে‌লের বাসায় ছি‌লেন তাহ‌মিনা খাতুন। সেখা‌নেই মারা যান তি‌নি। বার্ধক্য জ‌নিত সমস্যা ছাড়াও কিড‌নি রো‌গে ভুগ‌ছি‌লেন। মা‌য়ের মৃত্যু সংবাদ জানার পর গতকালই নোয়াখালী ‌গি‌য়ে‌ছেন এই অ‌ভি‌নেতা।

মুকিত জাকারিয়ার জন্ম নোয়াখালীর বেগমগঞ্জ থানার হাজীপুর গ্রামে। তার বাবার নাম আব্দুল মান্নান। বেশ আগেই বাবাকে হারিয়ে‌ছেন তিনি।

২০০৮ সালে শরাফ আহমেদ জীবন প‌রিচা‌লিত ‘শাড়ি’ নাট‌কের মাধ্যমে ছোট পর্দায় পা রা‌খেন মু‌কিত জাকা‌রিয়া। এরপর অসংখ‌্য নাটক, বিজ্ঞাপ‌নে কাজ ক‌রে‌ছেন তি‌নি। অ‌ভিনয় ক‌রে‌ছেন বেশ কিছু চল‌চ্চি‌ত্রে।

বৈশাখীনিউজ/ ইডি

Share Now

এই বিভাগের আরও খবর