ভারত থেকে এলো আরও ২০০ মেট্রিক টন তরল অক্সিজেন

আপডেট: July 30, 2021 |
print news

আজ শুক্রবার দুপুর দেড়টায় তরল অক্সিজেন নিয়ে ভারত থেকে “অক্সিজেন এক্সপ্রেস” বেনাপোল বন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করে।

বৃহস্পতিবার ভারতের জামশেদপুরে টাটানগর থেকে ছেড়ে আসে অক্সিজেন এক্সপ্রেস”। এভাবে আরও তিনটি ট্রেনে ৬শ’ মেট্রিক টন তরল অক্সিজেন আগামি সপ্তাহের মধ্যে বাংলাদেশে আসবে।

পরবর্তীকালে আমদানিকারক প্রতিষ্ঠান চাহিদা অনুযায়ী তরল অক্সিজেন পর্যায় ক্রমে ট্রেনের মাধ্যমে নিয়ে আসা হবে।

এর আগে ২৪শে জুলাই প্রথম দুইশ মেট্রিক টন তরল অক্সিজেনের চালান আসে ভারত থেকে এরপর তিনদিনের ব্যবধানে ২৭শে জুলাই আরেক দফা আসেতরল অক্সিজেনের চালান।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১শে মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

এর আগে একই বছরের ২০শে জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি। এখন পর্যন্ত বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস (কোভিড-১৯)।

বৈশাখী নিউজ/ ইডি

Share Now

এই বিভাগের আরও খবর