আজ অলিম্পিক ফুটবলের কোয়ার্টার ফাইনালে ব্রাজিল-মিশরের মহারণ

আপডেট: July 31, 2021 |
print news

 

টোকিও অলিম্পিকের ফুটবল ইভেন্টের কোয়ার্টার ফাইনাল থেকে ব্রাজিলের প্রমিলা দল বিদায় নিলেও টিকে আছে পুরুষ দল। কোয়ার্টার ফাইনালে আজই মাঠে নামছে তারা। সেমিফাইনালে উঠার লড়াইয়ে সেলেসাওদের আজকের প্রতিপক্ষ মিশর।

বাংলাদেশ সময় শনিবার বিকাল ৪টায় শুরু হবে ব্রাজিল ও মিশরের মধ্যকার ম্যাচটি। ঘরের মাঠে কোপার ফাইনাল হারলেও এবারের অলিম্পিকে হট ফেভারিট হয়েই এসেছে ব্রাজিল দল। অনূর্ধ-২৩ ফুটবলারদের সঙ্গে দলে আছেন দানি আলভেসের মতো তারকা। এছাড়া রয়েছেন ব্রাজিল জাতীয় দলের স্ট্রাইকার রিচার্লিসন।

৩ ম্যাচে ৫ গোল করে রিচার্লিসনই এখন পর্যন্ত আসরের সর্বোচ্চ গোলদাতা। আজকের ম্যাচেও জ্বলে উঠতে পারেন তিনি। তবে মিশরও ছেড়ে কথা বলবে না। এবারের আসরে গ্ৰুপ পর্বের প্রথম ম্যাচেই তারা রুখে দিয়েছিল স্পেনকে। দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনার কাছে পরাজিত হলেও শেষ ম্যাচে অস্ট্রেলিয়াকে ২-০ গোলে হারিয়ে জায়গা করে নিয়েছে শেষ আটে। তাদের জায়গা করে দিতে বাদ পড়তে হয়েছে আর্জেন্টিনাকে।

বৈশাখীনিউজ/ ইডি

Share Now

এই বিভাগের আরও খবর