সেনাবাহিনীর জন্য টিকা বাধ্যতামূলক করছে পেন্টাগন

আপডেট: August 10, 2021 |
print news

মার্কিন সেনাবাহিনীর সব সদস্যের জন্য মধ্য সেপ্টেম্বর থেকে পেন্টাগন টিকা দেয়া বাধ্যতামূলক করতে যাচ্ছে। করোনার ডেল্টা ধরনের কারণে সংক্রমণ উর্ধ্বমুখী হওয়ার প্রেক্ষাপটে পেন্টাগণ এ সিদ্ধান্তের কথা জানায়।

দেশটির প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন এক স্মারকে উল্লেখ করেছেন, তিনি পাঁচ সপ্তাহের মধ্যে এ পদক্ষেপ অনুমোদন দিতে প্রেসিডেন্ট জো বাইডেনকে বলবেন। এমনকি ওই সময়ের মধ্যে যদি কোনো টিকাই যুক্তরাষ্ট্রের খাদ্য ও ঔষধ প্রশাসনের পূর্ণ অনুমোদন না পায় তবু এ উদ্যোগ কার্যকর করা হবে।

তবে ধারণা করা হচ্ছে ফাইজারের টিকা সেপ্টেম্বরের প্রথম দিকেই পুরোপুরি অনুমোদন পেয়ে যাবে। সেক্ষেত্রে এ সিদ্ধান্ত বাস্তবায়ন আরো এগিয়ে আনা হতে পারে। যুক্তরাষ্ট্রে এখনও কোন টিকারই পূর্ণ অনুমোদন দেয়া হয়নি। সব টিকারই জরুরি ব্যবহারের অনুমোদন দেয়া হয়েছে।

অস্টিন বলছেন, ফাইজার কিংবা অন্য কোন টিকা যদি খাদ্য ও ঔষধ প্রশাসনের পূর্ণ অনুমোদন না পায় তবু তিনি তার এ সিদ্ধান্ত নিয়ে এগিয়ে যাবেন। তিনি বাইডেনকে অনুমোদন দিতে বলবেন।

এদিকে বাইডেন ইতোমধ্যে এক বিবৃতিতে অস্টিনের এ সিদ্ধান্তের প্রতি দৃঢ় সমর্থন জানিয়েছেন।
যুক্তরাষ্ট্রে বর্তমানে দায়িত্বরত ১৪ লাখ সামরিক সদস্যের ৭৩ শতাংশ অন্তত টিকার একটি ডোজ নিয়েছে। কিন্তু এর সঙ্গে যদি আরো ১১ লাখ রিজার্ভ সৈন্য যুক্ত করা হয় তাহলে এ হার দাঁড়াবে ৫৬ শতাংশ।

বৈশাখী নিউজ/ বিসি

Share Now

এই বিভাগের আরও খবর