আফগানিস্তান পুনর্গঠনের জন্য চীন ভূমিকা রাখতে পারে : সুহাইল শাহিন

আপডেট: August 20, 2021 |
print news

 

আফগানিস্তান পুনর্গঠনের চীন ভূমিকা রাখতে পারে বলে এক সাক্ষৎকারে জানিয়েছেন তালেবান মুখপাত্র সুহাইল শাহিন।বৃহস্পতিবার চীনের রাষ্ট্রীয় টেলিভিশন সিজিটিএনকে তিনি এ কথা বলেন।

চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমগুলোতে এরইমধ্যে ইঙ্গিত দেওয়া হয়েছে, দেশটির ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি তালেবানকে স্বীকৃতি দিতে পারে। এ ব্যাপারে চীনা নাগরিকদের মধ্যেও ইতিবাচক মনোভাব তৈরির চেষ্টা করা হচ্ছে।

রয়টার্স বলছে, গত সপ্তাহে কাবুলের পতনের আগে থেকেই চীনের সঙ্গে যোগাযোগ করে আসছে তালেবান। গত মাসেই চীনের বন্দর শহর তিয়ানজিনে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর সঙ্গে দেখা করে তালেবানের প্রতিনিধিদল। এখন আফগানিস্তানের দখল তালেবানের কাছে আসার পর দেশটির দিকে চীন নজর দেবে বলে ধারণা বিশ্লেষকদের

বৈশাখী নিউজ/ ইডি

Share Now

এই বিভাগের আরও খবর