ক্রিস কেয়ার্নসের লাইফ সাপোর্ট খুলে নেওয়া হয়েছে

আপডেট: August 20, 2021 |
print news

নিউ জিল্যান্ডের সাবেক অলরাউন্ডার ক্রিস কেয়ার্নসের লাইফ সাপোর্ট খুলে নেওয়া হয়েছে। সিডনির হাসপাতালে সেরে উঠছেন তিনি।

গত সপ্তাহে ক্যানবেরায় হৃদরোগে আক্রান্ত হন কেয়ার্নস। তার হৃদযন্ত্রের মূল ধমনীতে সমস্যা ধরা পড়ে। তারপর দুইবার অস্ত্রোপচার করানো হয়। সিডনির স্পেশালিস্ট হাসপাতালে নেওয়া হয় তাকে।

 

নিউ জিল্যান্ডের গণমাধ্যম স্টাফ জানিয়েছে, দ্বিতীয় অস্ত্রোপচারের পর সবশেষ খবর হলো কেয়ার্নসের অবস্থা ‘গুরুতর হলেও স্থিতিশীল’। সাবেক কিউই অলরাউন্ডার এখন তার পরিবারের সঙ্গেও যোগাযোগ করতে পারছেন।

কেয়ার্নসের আইনজীবী অ্যারন লয়েডের উদ্ধৃতি দিয়ে স্টাফ বলছে, ‘আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি ক্রিসের লাইফ সাপোর্ট খুলে নেওয়া হয়েছে এবং সিডনির হাসপাতাল থেকে তার পরিবারের সঙ্গে যোগাযোগ করতে পারছেন। সবার কাছ থেকে সমর্থন ও শুভ কামনা পেয়ে তার ও তার পরিবার কৃতজ্ঞ।’

১৯৮৯ থেকে ২০০৬ সাল পর্যন্ত কেয়ার্নস নিউ জিল্যান্ডের হয়ে ৬২ টেস্ট, ২১৫ ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি খেলেছিলেন। এই অলরাউন্ডার ৩৩ গড়ে ৩৩২০ টেস্ট রান করে, উইকেট ২১৮টি। ওয়ানডেতে ২৯.৪৬ গড়ে ৪৯৫০ রান এবং ৩২.৮০ গড়ে ২০১ উইকেট নেন। ২০০০ সালে পাঁচ বর্ষসেরা উইজডেন ক্রিকেটারের একজন ছিলেন তিনি। তার বাবা ল্যান্স কেয়ার্নসও ছিলেন জাতীয় দলের সাবেক অলরাউন্ডার।

বৈশাখী নিউজ/ ইডি

Share Now

এই বিভাগের আরও খবর